নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচন ডিউটি সংক্রান্তে ব্রিফিং

Briefing on Election Duty of Law and Order Force in Cumilla
নির্বাচন ডিউটিতে কর্মরত সকল পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার । ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (৫ জানুয়ারি) পুলিশ লাইন্স মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

ব্রিফিংয়ে পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, সকল ভোটারগণ যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে ভোট কেন্দ্র ও তার আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।