ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠার ৬০ বছর (১৯৬৪-২০২৪)” হীরক জয়ন্তী ” বার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি কাঁচার মেলার উদ্যোগে সকালে ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এ সময় কচি কাঁচার মেলার পরিচালক অনিমা মজুমদারের সভাপতিত্বে উক্ত সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্নপরিচালক ড. শাহ মোঃ সেলিম, যুগ্ম-পরিচালক- ড. জে. এন. লিলি ও ইমরোজা চৌধুরী বেবী, যুগ্ম-পরিচালক- হেলাল উদ্দিন আহমেদ ও অধ্যক্ষ শামীম হায়দার, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, টুর্নামেন্টের সদস্য সচিব রাশেদা আক্তার প্রমুখ।
পরে অতিথিদের উপস্থিতিতে হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়।
অংশগ্রহণকারী দল:
চারদিন ব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টে ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
খেলার সময় ও স্থান:
৭ ফেব্রুয়ারি সকাল থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।