ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় অধ্যক্ষকে পেটানোর অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

RisingCumilla.Com - Complaints of beating the principal in Cumilla, students protest
ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিঘিরপাড় টি আই কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহেরকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষার্থীরা। চেয়েছেন বিচার।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলেজের সামনের প্রধান সড়কে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে সোমবার শিক্ষক পেটানোর ঘটনা ঘটে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুল ও তার সন্ত্রাসী বাহিনী কলেজে ঢুকে অধ্যক্ষকে মারধর এবং মানসিক নির্যাতন করে। আমাদের আরও কয়েকজন শিক্ষক এবং ৪-৫ জন শিক্ষার্থীর গায়ে হাত দেয়। কলেজের কম্পিউটার এবং আসবাবপত্র ভাঙচুর করে। আমরা বাবুল ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার চাই।

কলেজটির শিক্ষার্থীরা আরও বলেন, যতদিন না অভিযুক্ত বাবুল এবং তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা না হয়। ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা সব ধরনের ক্লাস বর্জন করেছি।

এই বিষয়ে ভুক্তভোগী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের বলেন, কলেজ পরিচালনার আহ্বায়ক কমিটি গঠনের জন্য বৈঠক ঘোষণা করি। সেখানে বিদ্যুৎসাহী দুই সদস্যের কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় বাবুল তার ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে চেয়ার দিয়ে আমাকে মারধর করে।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার পর অধ্যক্ষ এবং অভিযুক্তদের ডেকেছি। অধ্যক্ষ উপস্থিত হলেও অভিযুক্ত কেউই উপস্থিত হননি। আমরা ব্যবস্থা নিচ্ছি।

তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।