নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লা-৬ আসনের আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন এমপি বাহার

MP Bahar bought the nomination form of the Awami league
ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিতে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

দলীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-৬ (কুমিল্লা সিটি কর্পোরেশন-আদর্শ সদর উপজেলা) আসনের জন্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন কুমিল্লা আদর্শ সদও উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল ও মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোখলেছুর রহমান।

পরে এমপি বাহারের ঢাকাস্থ কাওরানবাজার অফিসে ফটোসেশনে মিলিত হন নেতা-কর্মীরা।

এসময় এমপি বাহার কন্যা আয়মন বাহার সোনালী, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইকবাল হোসেন বাহালুল চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আহাম্মেদ নিয়াজ পাবেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

এদিকে শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ চলবে মঙ্গলবার পর্যন্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে মোট ১ হাজার ৬৪ জন ফরম সংগ্রহ করেছন। এর মধ্যে সরাসরি ১০৫০টি এবং অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।