শুক্রবার ১০ অক্টোবর, ২০২৫

কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি আটক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি আটক
কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় বাজি আটক/ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, বাজিগুলোর বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল অভিযান চালায়।

সীমান্তের প্রায় ৬ কিলোমিটার ভেতরে বানাশুয়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪ হাজার ২৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, নিয়মিত টহল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত বাজিগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন