শুক্রবার ১০ অক্টোবর, ২০২৫

কুমিল্লা সীমান্তে মোবাইল ডিসপ্লে ও শাড়ি-থ্রি-পিসসহ ভারতীয় মালামাল জব্দ

রাইজিং ডেস্ক

Indian goods including mobile displays and three-piece sarees seized at Comilla border
কুমিল্লা সীমান্তে মোবাইল ডিসপ্লে ও শাড়ি-থ্রি-পিসসহ ভারতীয় মালামাল জব্দ/ছবি: মিডিয়া রিলিজ

কুমিল্লা আদর্শ সদরের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য, ফেনসিডিল, ভারতীয় মোবাইল ডিসপ্লে, শাড়ি এবং থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে জেলা সদরের গোলাবাড়ি বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলা সদরের বিবিরবাজার সংলগ্ন গোলাবাড়ি সীমান্তে গোমতি নদীর পাড়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে তিনশ’ লিটার অবৈধ মদ ও বিয়ার এবং একশ’ বোতল কফ সিরাপ (স্কাফ) জব্দ করা হয়।

এছাড়াও, একই দিনে পরিচালিত অন্য একটি অভিযানে শুক্রবার ভোরে মালিকবিহীন অবস্থায় একহাজার ২৪০টি অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং একহাজার ৭৪৫টি আতশবাজি উদ্ধার করা হয়। জব্দকৃত এই মালামালের বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে, কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্তের গঙ্গানুর এলাকায় অভিযান চালিয়ে ৪৩৩টি ভারতীয় শাড়ি ও ৫৭টি থ্রি-পিস জব্দ করে। এসব ভারতীয় পোশাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৮৩ হাজার টাকা।

এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত সব মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন