জানুয়ারি ১৮, ২০২৫

শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫

কুমিল্লা সিটিতে ৮ হাজার কেজি পলিথিন জব্দ

ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর রাজগঞ্জ কোতোয়ালি মডেল থানার এলাকায় অভিযান চালিয়ে আট হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কুমিল্লার পরিদর্শক জোবায়ের হোসেন জানায়, ঢাকা থেকে চট্রগ্রামের দিকে একটি ট্রাক নিষিদ্ধ ঘোষিত পলিথিন নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে কোতোয়ালি মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রম্যমাণ আদালত ট্রাক থেকে আট হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে। এসময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ট্রাক ও চালককে থানা পুলিশে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন, সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদসহ পরিবেশ ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।