নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লা সিটি উপনির্বাচন: শহরজুড়ে ছেয়ে গেছে পোস্টার, প্রচারে ব্যস্ত প্রার্থীরা

Cumilla City By-Election
শহর জুড়ে ছেয়ে গেছে পোস্টার)। ছবি: রাইজিং কুমিল্লা

আর কিছুদিন পরই কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুসিক মেয়র পদে উপনির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় এখন সরব কুমিল্লা নগরী। অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার-ব্যানারে। নির্বাচনী এলাকায় প্রার্থী নিজে এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি মাইকে ভোটারদের নিজেদের মার্কায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা ও রকমারি স্লোগানে মুখর নগরীর অলিগলি।

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন। প্রতীক বরাদ্দের পরই ঐদিন থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে প্রার্থীরা।

সর্বশেষ রিপোর্ট পাওয়া অনুযায়ী, গতকাল শনিবার ও আজ রবিবার কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ-চকবাজারের দোকানের মালিক ও ক্রেতাদের মাঝে কুশল বিনিময় ও পোস্টা বিলি করে টেবিল ঘড়ি প্রতীকে ভোট চান কুমিল্লা সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।

নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে প্রার্থীরা

এদিকে কুমিল্লা মহানগরের ফৌজদারী মোড়, সাহাপাড়া এলাকায় গণসংযোগ, প্রচার-প্রচারণা ও হাতি প্রতীকে ভোট চান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম।

অপরদিকে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার, রেইকোর্স বাসীদের সাথে কুশল বিনিময় ও পোস্টা বিলি এবং শাসনগাছা রেল-গেইট সংলগ্ন
উঠান বৈঠক করে বাস প্রতীকে ভোট চান মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহ্সীন বাহার সূচনা।

এছাড়া গতকাল কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার নির্বাচনী প্রচার-প্রচারণার শুরুতেই নগরীর কান্দিরপাড় এলাকায় সাংবাদিকদের বলেন, খালি সাইন বোর্ডের পরিবর্তন ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনেরে তেমন কোন পরিবর্তন হয় নাই। কুমিল্লা সত্যিকার অর্থে নগরায়ন করার জন্য একজন সৎ ও নিষ্ঠাবান লোকের প্রয়োজন। তার জন্য মানুষ পরিবর্তন চায়। আর এ পরিবর্তন ঘোড়া প্রতীকের পক্ষেই সম্ভব।

আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১৮২ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার রয়েছেন। এ ছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। কুমিল্লা সিটিতে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেয়া হবে।

এর আগে গত নির্বাচনে সিটিতে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ছিল ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ছিল ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এবার উপনির্বাচনে পুরুষ ও নারী ভোটার বেড়েছে ১২ হাজার ৫৩৮ জন।