রবিবার ২০ জুলাই, ২০২৫

কুমিল্লা শিক্ষাবোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Board of Intermediate and Secondary Education, Cumilla.
কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনী-নোয়াখালীসহ বোর্ডের আওতাধীন ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন।

তিনি জানান, এ তিন বিষয়ের পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী—এই ৬ জেলা কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন।

উল্লেখ্য, আগামীকাল পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার সারাদিন পর্যবেক্ষণের পর বন্যা পরিস্থিতির উন্নতির খবর না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন