মার্চ ১২, ২০২৫

বুধবার ১২ মার্চ, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের দোয়া ও ইফতার

English Department's prayer and iftar at Comilla University
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ কর্তৃক ইফতারের আয়োজন করা হয়েছে। এর আগে কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) বিভাগের করিডোরে এ ইফতার অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম উপস্থিত ছিলেন। এছাড়াও লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার, সহযোগী অধ্যাপক মোঃ হারুন, সহকারী অধ্যাপক মোঃ আবুল হায়াত, প্রভাষক তারিন বিনতে এনাম, প্রভাষক সাহিদা আফরিন, প্রভাষক মো. বুলবুল আহমেদ, প্রভাষক মোঃ ইমরান হোসেনসহ বিভাগের বিভিন্ন আবর্তনের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।