গতকাল ২৯ফেব্রুয়ারি, ২০২৪ বৃহস্পতিবার কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার উদ্যোগে অনুষ্ঠিত হয় “বসন্ত অবগাহন” অনুষ্ঠান।
“বসন্ত অবগাহন” অনুষ্ঠান উপলক্ষে বিকাল ৪:৩০ মিনিটে মেলা প্রাঙ্গণ ফরিদা বিদ্যায়তনে আলোচনা, পিঠা আপ্যায়ন, শিশু-কিশোরদের অংশগ্রহণে খেলাধুলা, পুরস্কার বিতরণ, কেক কাটা, রাতের খাবারসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাশা কচি-কাঁচা মেলার পরিচালক- বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক-অনিমা মজুমদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান- বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, মধুমিতা কচি-কাঁচা মেলার উপদেষ্টা- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রাশেদা রহমান, ফরিদা বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা মরহুম কাজী জহিরুল কাইয়ুমের বড় ছেলে ফরিদা বিদ্যায়তনের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব কাজী কামাল কাইয়ুম।
পূর্বাশা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক- ড. আলী হোসেন চৌধুরী, উপদেষ্টা- মমতাজ হক, আমেরিকা প্রবাসী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, লেখক ও কবি- ফখরুল ইসলাম রচি, পূর্বাশা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক- অধ্যক্ষ শামিম হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, লেখক ও কবি- ফখরুল ইসলাম রচির সহধর্মিণী- নাজমা পারভীন বাবু, পূর্বাশা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক- ড. শাহ মোঃ সেলিম, মধুমিতা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক- ইমরোজা চৌধুরী বেবী ও ড. জে. এন. লিলি, পূর্বাশা কচি-কাঁচা মেলার উপদেষ্টা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক- বদরুল হুদা জেনু, প্রকৌশলী পরিমল বিকাশ সূত্রধর, চন্দন দেব রায়, অধ্যাপক দিলিপ পোদ্দার, শক্তি কাম সিনহা, অধ্যক্ষ বিধান চন্দ, হোনেয়ারা বেগম মায়া, অনুপ চক্রবর্তী যীশু, সাজেদ আবদুলাহ কোয়েল, মোঃ রফিকুল ইসলাম সোহেল, হুসাইন মোঃ কামরুল।
অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, লেখক ও কবি- ফখরুল ইসলাম রচি ও তাঁর সহধর্মিণী- নাজমা পারভীন বাবুর পক্ষ হতে উপহার স্বরূপ কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলাকে ০১ (এক) লক্ষ টাকার চেক কুমিল্লা কচি-কাঁচার মেলার পরিচালক- বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি ও অনিমা মজুমদারকে প্রদান করা হয়।
অনুষ্ঠানটিকে সফল ও স্বার্থক করতে যে সকল সদস্য নিরলসভাবে কাজ করেছেন তাঁদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে শেষ হয় “বসন্ত অবগাহন” অনুষ্ঠানটি।