জানুয়ারি ২৩, ২০২৫

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি, ২০২৫

কুমিল্লা নামে বিভাগ ঘোষণাসহ তিন দাবিতে মানববন্ধন

Rising Cumilla -Human chain on three demands including division called Cumilla

কুমিল্লা নামে বিভাগ ঘোষণা, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন ও কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে এই কুমিল্লা বঞ্চিত। শিক্ষা, সংস্কৃতি, বিশ্ববিদ্যালয়, প্রবাসী আয়, ইপিজেডসহ প্রথম ব্যাংকের শহর কুমিল্লা। আগের চেয়ে বর্তমানে জনসংখ্যা ও পরিধি বেড়েছে। সব কিছু মিলিয়ে দেশের পূর্ব দক্ষিণাঞ্চলের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রাণকেন্দ্র কুমিল্লা। এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি কুমিল্লার নামে বিভাগ, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ এবং বিমানবন্দর পুনরায় চালু করা। নানা রাজনৈতিক মেরুকরণ ও বিগত সরকারগুলোর উদাসীনতার কারণে আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক ড. শাহ মোহাম্মদ সেলিম, সমন্বয়ক শেখ আব্দুল মান্নান, কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ আলী কিসমতসহ অন্যান্যরা।