জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

কুমিল্লা নগরীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্ধোধন

Maleka Momtaz Girls' High School
মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়।—ফাইল চিত্র।

কুমিল্লা নগরীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্ধোধন করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

রবিবার (১২ নভেম্বর) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকার ৮ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

কুমিল্লা নগরীর ছোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান।

পরে এমপি বাহার নগরীর নজরুল এভিনিউ’র ফরিদা বিদ্যায়তন এর নতুন ভবন, ঈশ্বর পাঠশালার নতুন ভবন, নেউরা এম আই উচ্চ বিদ্যালয় ও নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, হাজী আক্রাম আলী উচ্চ বিদ্যালয়েরর নতুন ভবন, শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ নূরুর রহমান, অর্থ সম্পাদক আলী মুনসুর ফারুক, শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ হাসান তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন