ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লা নগরীতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Rising Cumilla - Hanging body of Madrasa student recovered in Cumilla city
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর এক মাদরাসার টয়লেট থেকে তাওহীদ হোসেন নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, তাওহীদকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

গতকাল বুধবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত তাওহীদ হোসেন (১২) খোরশেদ আলমের ছেলে ও মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তাওহীদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘বুধবার রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় সেখানকার এক ছাত্র। ওই ছাত্র পরে মাদরাসা কর্তৃপক্ষকে খবর দিলে তারা পুলিশকে জানায়। এরপর ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।’

এ বিষয়ে কুমিল্লা কোতওয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।