শুক্রবার ২৯ আগস্ট, ২০২৫

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে ২১ জন আটক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Kotwali Model Police Station, Cumilla
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নগরীতে অপরাধ দমনের অংশ হিসেবে পুলিশের একাধিক দল হাউজিং এস্টেট সংলগ্ন কেটিসিসি মাঠ এলাকায় অভিযান চালায়।

এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রসহ ২১ কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল এবং হকিস্টিক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ: রাকিব হোসেন সামির (১৯), সাইফুল ইসলাম মিজান (২১), ফাহিম (১৬), শাওন (১৭), ইমন (১৮), সিফাত (১৭), রানা (১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব (১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭), এবং সাইমন (১৮)।

ওসি মহিনুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন