নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লা নগরীতে কখন কোথায় ঈদের জামাত

কুমিল্লা নগরীতে কখন কোথায় ঈদের জামাত
কুমিল্লা নগরীতে কখন কোথায় ঈদের জামাত। ছবি: রাইজিং কুমিল্লা

দেশে রাত পোহালেই মুসলমান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বরাবরের মতো এবারও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ঈদুল ফিতরের প্রধান জামাত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।

এর আগে গত (৩১ মার্চ) সকালে জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমানের সভাপতিত্বে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ঈদুল ফিতর ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ্ উপদেষ্টা কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

কুমিল্লা নগরীর অন্যান্য মসজিদে ঈদের জামাতের সময় ও তালিকা:

  • ঝাউতলা বাবুস সালাম বায়তুল আরাফ জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
  • রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
  • কাসেমুল উলুম মাদ্রাসা (সকাল ৮.০০ ঘটিকায়)
  • বাগিচাগাঁও বড় মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
  • কাপ্তানবাজার কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
  • কাপ্তান বাজার ভাটার পুকুরপাড় রাওজাতুল জান্নাহ্ জামে মসজিদ (সকাল ৮.০০ ঘটিকায়)
  • কেন্দ্রীয় কারাগার ঈদগাহ (সকাল ৮.০০ ঘটিকায়)
  • ঝাউতলা কেন্দ্রীয় জামে মসজিদ (সকাল ৮.১৫ ঘটিকায়)
  • কুমিল্লা কেন্দ্ৰীয় ঈদগাহ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • পুলিশ লাইন জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • মুনসেফবাড়ি জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • কালিয়াজুরী বড় মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • জানু মিয়া জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • মুন্সীবাড়ি জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • সার্ভে ইনস্টিটিউট জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • আড়াইওড়া শাহী ঈদগাহ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • দূর্গাপুর দিঘিরপাড় ঈদগাহ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • রানীর বাজার জামে মসজিদ (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • শুভপুর শাহী ঈদগাহ ময়দান (সকাল ৮.৩০ ঘটিকায়)
  • জেলা মডেল মসজিদ কুমিল্লা (সকাল ৯.০০ ঘটিকায়)
  • রেইসকোর্স নুর মসজিদ (সকাল ৯.০০ ঘটিকায়)
  • কাপ্তান বাজার পাক্কার মাথা ঈদগাহ ও জামে মসজিদ (সকাল ৯.০০ ঘটিকায়)
  • দারোগা বাড়ী জামে মসজিদ (সকাল ৯.০০ ঘটিকায়)
  • ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ (সকাল ৯.০০ ঘটিকায়)

কুমিল্লা তথ্য অফিস সূত্রে জানা গেছে, “ঈদের প্রধান জামাত হওয়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদের নামাজে অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা জজ, মেয়র, উপজেলা চোয়ারম্যানসহ সমাজের সব পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে লাখ খানেক মুসল্লির জন্য প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ।”