শনিবার ২ আগস্ট, ২০২৫

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে শুক্রবার ভোরে ফেনী থেকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

সূত্রে জানা গেছে, রাফি গতকাল গোপনে কলকাতা থেকে কুমিল্লায় এসেছিলেন। এই খবর পেয়েই স্থানীয় পুলিশের সহায়তায় তাকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোট চারটি বৈষম্য বিরোধী মামলা রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ রাফির গ্রেপ্তারের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, রাফিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন