কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আমেরিকান কেমিক্যাল সোসাইটির (এসিএস) স্টুডেন্ট চ্যাপ্টার-এর নবযাত্রা করেছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে এর কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে কুবি উপাচার্য অধ্যাপক ড মো.হায়দার আলী এর উদ্বোধন করেন।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এবং এসিএস-এর উপদেষ্টা ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারীসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু রায়হান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘অভিনন্দন জানাই রসায়ন বিভাগকে এসিএস-এর মতো একটি আন্তর্জাতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। এখান থেকে আপনারা বিশ্বব্যাপী কর্মকাণ্ড নিয়ে ছড়িয়ে যেতে পারবেন। আপনাদের হাত ধরে এমন কার্যক্রম আরও প্রসারিত হবে। সকলের জন্য শুভকামনা থাকবে।’
উপাচার্য অধ্যাপক ড. মো হায়দার আলী বলেন, ‘সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি আয়োজনের জন্য। বিভাগের গতানুগতিক শিক্ষা তা থেকে তোমরা বেরিয়ে এসেছো। একজন স্নাতকের ৪০% ব্যাকগ্রাউন্ড জ্ঞান দরকার, বিভাগ বহির্ভূত জ্ঞান থাকা দরকার। তাহলে সে সোসাইটির জন্য উপযুক্ত হয়। সামনে থেকে যদি তোমরা এমন ধরনের সেমিনার করো, তাহলে বিশ্ববিদ্যালয় তোমাদের সাহায্য করবে।’
উপদেষ্টা মাজেদ পাটোয়ারী বলেন, ” আমেরিকান কেমিক্যাল সোসাইটি একটি আন্তর্জাতিক জার্নাল। এই জার্নালেরই একটি শাখা আমেরিকান কেমিক্যাল সোসাইটি স্টুডেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি মূলক কেমিস্ট্রির প্রতি আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে। তারাই ধারাবাহিকতায় ACS STUDENTS CHAPTER, COMILLA UNIVERSITY কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত হয় চলতি বছর মার্চ মাসে। এই সোসাইটির মাধ্যামে শিক্ষার্থীরা বিভিন্ন স্কলারশিপ , সেমিনার , ইন্ড্রাসট্রিয়াল ভ্রমণ , সিম্পোজিয়াম , বিদেশ ভ্রমণসহ আরো অনেক সুযোগে অংশগ্রহণ করতে পারবে।’
এসিএস কমিটির দায়িত্ব পেয়েছেন যারা : সভাপতি পদে আবু রায়হান, ফারিহা সুলতানা প্রেমা ( সহ সভাপতি), সাধারণ সম্পাদক পদে মারিয়াম আন্নি, মো. সোহাগ হোসেন (সম্পাদক : প্রশাসনিক), শেখ ফরিদ ( কোষাধ্যক্ষ ), অমি রানি দে ( সম্পাদক : অর্গানাইজিং), মাহিমা আফরোজ আখি ( সম্পাদক : লজিস্টি ),
মো. রায়হান সরকার ( সম্পাদক : টেকনিক্যাল), উম্মে হানি জারকা ( সম্পাদক : ইভেন্ট ম্যানেজমেন্ট), টিম ক্রিয়েটিভ অ্যাণ্ড রিসার্চ পদে নাজমুন নাহার রেশমী, মোহসেনা রহমান শাম্মী, উম্মে হাবিবা দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সহযোগী সদস্য পদে কামরুন নাহার, ইসরাত জাহান হাসি, রেজওয়ানুল আমিন সিয়াম, আমেনা আক্তার মিতা ও মোছা. পূর্ণিমা বেগম দায়িত্ব পালন করবেন।