সোমবার ২১ জুলাই, ২০২৫

কুবি শিক্ষক একলিমুর রেজার মৃত্যুবার্ষিকীতে শোকসভা ও দোয়া

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো.  হায়দার আলী, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা, বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রতীপ দেবনাথ, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম,  পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী । এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, “শাহ একলিমুর রেজার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। শিক্ষকতার খুব কম সময়েই তিনি শিক্ষার্থীদের মাঝে একটি অবস্থান করে নিতে পেরেছেন। শিক্ষার্থীদের মাঝে যেমন অবস্থান করে নিতে পেরেছেন  পাশাপাশি তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে  পরিসংখ্যান সম্পর্কিত বিভিন্ন সফটওয়্যারের নিয়ে আলোচনার মাধ্যমে অবদান রেখেছেন। আমরা একদম অকালেই ওনাকে হারিয়ে ফেলেছি।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন , “আসলে মৃত্যুটাই সত্যি আর বেঁচে থাকাটা এক্সিডেন্ট। শাহ একলিমুর রেজার মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করছি ও তার আত্মার মাগফিরাত কামনা করছি।

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ” পরিসংখ্যান বিভাগ  শাহ একলিমুর রেজা স্যারকে অত্যন্ত ভালবাসে যা আমি গতবারও দেখেছি। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসভায় উপাচার্য আরো বলেন, প্রত্যেক শিক্ষক একজন আলোক বর্তিকা। বিভাগের মূল ড্রাইভ হলো শিক্ষকরা। শিক্ষকদের ভেতরে সমাজিক ও রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু একাডেমিক কর্যক্রমে সকল শিক্ষক এক। এটাই শিক্ষকদের বৈশিষ্ট্য। একাডেমিক শৃঙ্খলার ক্ষেত্রে সকল শিক্ষকরা এক।”

আরও পড়ুন