জুলাই ১, ২০২৫

মঙ্গলবার ১ জুলাই, ২০২৫

কমলো সঞ্চয়পত্রের মুনাফার হার, কোনটায় কত কমছে?

Rising Cumilla - National Savings Certificate
ছবি: সংগৃহীত

সরকার আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে দিয়েছে। আজ ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 

সোমবার (৩০ জুন) জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন এই সিদ্ধান্তের ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের মুনাফায় বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার হবে ১১.৯৮% এবং সর্বনিম্ন সুদহার হবে ৯.৭২%।

কোন সঞ্চয়পত্রে কত কমছে?

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র:

  • সাড়ে ৭ লাখ টাকা বা এর কম বিনিয়োগে মেয়াদপূর্তিতে মুনাফার হার কমে দাঁড়িয়েছে ১১.৮৩%, যা আগে ছিল ১২.৪০%।
  • ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১.৮৩%, যা আগে ছিল ১২.৩৭%।
  • প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে নগদায়ন করলে মুনাফা আরও কম পাওয়া যাবে।

পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র:

  • সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মেয়াদপূর্তিতে মুনাফার হার দাঁড়িয়েছে ১১.৯৮%, যা আগে ছিল ১২.৫৫%।
  • সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১.৮০%, যা আগে ছিল ১২.৩৭%।
  • প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে নগদায়ন করলে মুনাফা আরও কম হবে।

পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র:

  • সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মেয়াদপূর্তিতে মুনাফার হার হবে ১১.৯৩%, যা আগে ছিল ১২.৫০%।
  • এর বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা হবে ১১.৮০%, যা আগে ছিল ১২.৩৭%।
  • প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে নগদায়ন করলে মুনাফা যথাক্রমে আরও কমে যাবে।

তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব:

  • সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মেয়াদপূর্তিতে মুনাফা পাওয়া যাবে ১১.৮২%, যা এতদিন ছিল ১২.৩০%।
  • ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১.৭৭%, যা আগে ছিল ১২.২৫%।

তিন মাস মেয়াদি মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র:

  • সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে ১১.৮২%, যা ছিল ১২.৩০%।
  • সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে এই মুনাফার হার হবে ১১.৭৭%, যা ছিল ১২.২৫%।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জুলাই ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে তৎকালীন মুনাফার হারই প্রযোজ্য হবে। তবে, কোনো সঞ্চয়পত্র পুনর্বিনিয়োগ করা হলে সেক্ষেত্রে বর্তমান হ্রাসকৃত মুনাফার হার কার্যকর হবে। সরকার জানিয়েছে, আগামী ছয় মাস পর মুনাফার হার আবারও পুনর্নির্ধারণ করা হবে।

এছাড়াও, জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুন