জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম কন্যা সন্তানের বাবা হয়েছেন। আজ সোমবার ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় পৃথিবীর আলো দেখেন মুশফিকুর রহিম এবং জান্নাতুল কিফায়াত মন্ডির দ্বিতীয় সন্তান।
বেলা ১২টায় ব্যাপারটি মুশফিক নিজেও নিশ্চিত করেছেন নিজের অফিসিয়াল ভেরিফাইড পেইজে পোস্ট করে৷ যেটাতে লেখা ছিলো “ইটস অ্যা গার্ল।” অর্থাৎ কন্যা সন্তান হওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন।
এছাড়াও সেই পোস্টের ক্যাপশনে মিস্টার ডিপেন্ডেবল লিখেন, “আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তা’আলা আমাদের একটি সন্তান সন্তান উপহার দিয়েছেন। মা এবং সন্তান দুজনই এখনো পরিচর্যায় আছে। দয়া করে আমাদের জন্য দোয়া করবেন।”
অনুভূতি প্রকাশ করে মুশফিকের বাবা মাহবুব হামিদ জানান,”আলহামদুলিল্লাহ! এইমাত্র মুশফিকের মেয়েকে দেখলাম। মা ও মেয়ে দু’জনেই ভালো আছে।দো’য়া করবেন।”
এদিকে নাতনীর জন্য দোয়া চাওয়ার পাশাপাশি বাড়তি উচ্ছাসও প্রকাশ করেন মুশফিকের বাবা, “মন্ডির মেয়েকে সকাল সাড়ে এগারোটায় দেখলাম। মায়ানের মতই দেখতে মনে হচ্ছে। নাকটা এক্কেবারে মায়ানের মতই। মা মেয়ে দু’জনেই সুস্থ ও সুন্দর আছে।”
এর আগে ২০১৮ এর ফেব্রুয়ারিতে প্রথমবার বাবা হয়েছিলেন মুশফিকুর রহিম। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে গত ৯ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ শেষ করে পরদিন সকালে দেশে ফেরেন মুশফিক। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৫ই সেপ্টেম্বর। এর আগেই শ্রীলঙ্কায় ফিরবেন এই উইকেটরক্ষক ব্যাটার।