জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম ইউটিউবে!

Rising Cumilla -New rules are coming to YouTube for content creators!
প্রতীকি ছবি/সংগৃহীত

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব সব বয়সী মানুষের কাছেই অত্যন্ত পরিচিত। শিশুদের জন্য রয়েছে ইউটিউব কিডস। অনেকেই এই প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে লাখ লাখ টাকা আয় করেন। বিভিন্ন ধরনের কনটেন্ট এখানে আপলোড করা হয়, যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আর এই ভিউ থেকেই কনটেন্ট ক্রিয়েটররা আয় করে থাকেন।

তবে এবার ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি নতুন নিয়ম আনতে চলেছে, যা অনেকের কাছেই দুঃসংবাদ বটে! নতুন এই নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা তাদের পুরোনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আর কোনো আয় করতে পারবেন না।

আগামী ১৫ জুলাই থেকেই ইউটিউব তাদের এই নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে প্ল্যাটফর্মটি? এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। মূলত যারা ভালো কাজ করছেন, সেইসব ইউটিউবারদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই গুগল মালিকানাধীন এই সংস্থা নতুন এই নীতি আনছে।

অনেক ইউটিউবারই তাদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও পুনরায় আপলোড করে অনৈতিকভাবে আয় করে আসছেন। শুধু তাই নয়, সম্প্রতি দেখা গেছে, কিছু ইউটিউবার তাদের চ্যানেলে অন্য ইউটিউবারের তৈরি করা ভিডিও কিংবা কৃত্রিম মেধা (AI) দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকেও অর্থ উপার্জন করছেন।

মূলত এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তোলার উদ্দেশ্যেই ইউটিউব এই নতুন পদক্ষেপ নিতে চলেছে।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ সর্বদা ইউটিউবারদের নিজস্ব তৈরি করা ভিডিও প্ল্যাটফর্মে আপলোড করার নির্দেশ দিয়ে এসেছে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। তাই আগামী ১৫ জুলাই থেকে ইউটিউবে আপলোড করা সব ভিডিও মূল্যায়ন করবে সংস্থাটি এবং সেই অনুযায়ী নির্মাতাদের পারিশ্রমিক দেওয়া হবে। এতে যারা প্রকৃত কনটেন্ট ক্রিয়েটর, তাদের লাভ হবে এবং যারা এতদিন অসাধু উপায়ে অন্যের কনটেন্ট চুরি করছিলেন, তাদের আয়ের পথ বন্ধ হবে।

আরও পড়ুন