শুক্রবার ২৯ আগস্ট, ২০২৫

এবার কুমিল্লা সদর দক্ষিণের ইউটার্নেও লরিচাপায় ঝরল প্রাণ

নিজস্ব প্রতিবেদক

This time, a life was lost in a lorry accident at a U-turn in Comilla Sadar South.
এবার কুমিল্লা সদর দক্ষিণের ইউটার্নেও লরিচাপায় ঝরল প্রাণ/ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানার সামনের ইউটার্নে এবার লরিচাপায় প্রাণ হারিয়েছেন প্রবাসী আবুল হোসেন (৪৫)।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের কালন মিয়ার ছেলে। তিনি কয়েকদিন আগে ওমান থেকে ছুটিতে দেশে এসেছেন। তার তিন সন্তান রয়েছে।

এই দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মহাসড়ক অবরোধ করেন, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয়দের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার ঝুঁকি কমাতে নূরজাহানের সামনের পুরোনো ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আজ আবারও লরির চাপায় একজন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে গত ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে একই ধরনের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর প্রশাসন পুরোনো ইউটার্নটি বন্ধ করে দেয় এবং সদর দক্ষিণ থানার সামনে নতুন ইউটার্নটি চালু করার নির্দেশ দেয়। কিন্তু প্রশাসনের এই নির্দেশনার এক সপ্তাহ না কাটতেই নতুন ইউটার্নে আবারও প্রাণহানির ঘটনা ঘটলো।

আরও পড়ুন