
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ (২১ জুলাই) প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিশেষ বার্তায় উপাচার্য বলেন, “এই দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ যারা প্রাণ হারিয়েছেন তা খুব বেদনার ও দুঃখের। এই ক্ষতি অপূরণীয়।”
উপাচার্য শোকসন্তপ্ত সকল পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন উপাচার্য তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এরই প্রেক্ষিতে “অদম্য-২৪” স্মৃতিস্তম্ভ উদ্বোধন কর্মসূচি স্থগিত হয়েছে:
আগামীকাল (২২ জুলাই, ২০২৫) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের “অদম্য-২৪” স্মৃতিস্তম্ভ উদ্বোধন সহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মসূচি স্থগিত থাকবে বলে রেজিস্টার অফিস সূত্রে জানা গেছে।
আগামীকাল (২২ জুলাই) সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস পালনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে তবে পূর্বনির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
নিহত ও আহতদের জন্য বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।