সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়াল

Gaza’s only cancer hospital could shut down
ছবি: এপি/সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আজ রোববার (২৯ অক্টোবর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানায়, ইসরায়েলি আগ্রাসনে নিহত মানুষের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে, যার অর্ধেকই শিশু।

অন্যদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে আল হাদাথ টিভি চ্যানেল বলেছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ৩ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে প্রায় সর্বশেষ আপডেটে ৭ হাজার ৭০০ ফিলিস্তিনির নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। হামলায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নাগরিক নিহত হন। জিম্মি করা হয় অনেককে। এর পরপরই গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।