ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

ইতিহাস গড়ে লিওনেল মেসি অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন

Lionel Messi won the Ballon d'Or for the eighth time making history
লিওনেল মেসি অষ্টমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন। ছবি: সংগৃহীত

২০২২ বিশ্বকাপ জয়ের পর ৮ম ব্যালন ডি’অর জয় অনেকাংশেই নিশ্চিত করে ফেলছিলেন লিওনেল মেসি। সেটার জন্যেই দীর্ঘ প্রায় ১১ মাসের অপেক্ষার পর ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর ট্রফি অষ্টম বারের মতো জিতলেন মেসি।

সোমবার (৩০ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি জাঁকজমকপূর্ণ আয়োজনে ২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম।

এই আয়োজনে মেসির সঙ্গে ছিলেন তাঁর তিন ছেলে ও স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।

Messi arrives at Ballon d'Or 2023 ceremony
ব্যালন ডি’অর 2023 অনুষ্ঠানে মেসি ও তার পরিবার

ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। এ সময়ে ৪২ গোল ও ২৬ অ্যাসিস্ট করেন মেসি। সাবেক ক্লাব পিএসজির হয়ে লিগ ওয়ানসহ দুটি শিরোপা জেতেন তিনি। তবে তাকে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল বিশ্বকাপ জেতার কারণে।

মেসির এই জয়ের ফলে তিনি সর্বকালের সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করলেন। অন্যদিকে, পাঁচটি ব্যালন ডি’অর জিতে দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

সেরা দশের বাকিরা হচ্ছেন- কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, হুলিয়ান আলভারেস, ভিক্টোর ওসিমহেন, বের্নারদো সিলভা ও লুকা মডরিচ।

 Aitana Bonmatí win women’s Ballon d’Or awards
বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন আইতানা বনমাতি।

এদিকে, বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি। স্পেনকে এবারের নারী বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বনমাতির মতোই সেরা নারী ক্লাবের পুরস্কার উঠেছে তার ক্লাব বার্সেলোনার হাতে।

অপরদিকে, কোপা ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

গত মৌসুমে ৫২ গোল করা আর্লিং হালান্ড জিতেছেন সেরা স্ট্রাইকারের পুরস্কার গার্ড মুলার ট্রফি। সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি।