ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির প্রথম সিনেমা আসছে। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ধোনি এন্টারটেইনমেন্টের প্রথম সিনেমা ‘এলজিএম’ অর্থাৎ ‘লেটস গেট ম্যারিড’।
তেলেগু ভাষায় নির্মিত এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হরিশ কল্যাণ ও ইভানা। সিনেমায় আরও অভিনয় করেছেন- নাদিয়া, যোগী বাবু, মির্চি বিজয় প্রমুখ। হরিশ কল্যাণ-ইভানা অভিনীত ‘এলজিএম’ সিনেমাটি নির্মাণ করেছেন রমেশ থামিলমানি।
সম্প্রতি ধোনি এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন এই ক্রিকেট তারকা। যেখানে প্রযোজকের দায়িত্ব পালন করছেন তার স্ত্রী সাক্ষী সিং রাওয়াত।যদিও বিষয়টি নিয়ে এতদিন সংবাদমাধ্যমে মুখ খোলেননি ধোনি ও সাক্ষী। সিনেমা নির্মাণ শেষ করেই বিষয়টি খোলাসা করলেন তারা।