আরেক দফায় ডলারের দর বাড়িয়েছে দেশের ব্যাংকগুলো। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় কমে যাওয়ার কারণে চলতি মাসের শেষ দিকে এসে এ দর বাড়ানো হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন এই বিনিময় হার কার্যকর হচ্ছে।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ভার্চুয়াল সভায় ডলারের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে।
জানা যায়, আজ থেকে রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে প্রবাসীরা পাবেন সর্বোচ্চ ১১০। আগে পেতেন সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে প্রবাসীরা সরকারি খাতের আড়াই শতাংশ প্রণোদনাও পাবেন। রপ্তানি আয়ের প্রতি ডলারের বিপরীতে রপ্তানিকারকরা আগে পেতেন সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা। আজ থেকে পাবেন সর্বোচ্চ ১১০ টাকা।
এ ছাড়া আমদানির বিপরীতে আগে ব্যাংকগুলো ডলার বিক্রি করত সর্বোচ্চ ১১০ টাকা করে। আজ থেকে বিক্রি করবে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে সমন্বয় রেখে সব খাতেই ডলারের দাম ৫০ পয়সা করে বাড়ানো হবে।
গত ৩ সেপ্টেম্বর থেকে ডলারের দাম একদফা বাড়ানো হয়েছে। আগামী মাসের শুরু দিকে আবার বাড়ানোর কথা ছিল। প্রত্যাশিত রেমিট্যান্স ও রফতানি আয়ের চেয়ে আমদানি বিল বেশি হওয়ায় দেশের রিজার্ভ কমে গেছে। যার ফলে গত দেড় বছর ধরে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েই চলছে।
এ নিয়ে চলতি মাসে ডলারের দাম দুই দফায় দেড় টাকা বাড়ল।