সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করল সৌদি আরব

Flag of Saudi Arabia
ছবি: সংগৃহীত

সৌদি আরব আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের আকর্ষণ করতে নতুন ভিসা কর্মসূচি চালু করেছে। ‘স্টাডি ইন সৌদি আরব’ নামে পরিচিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের ১৬০ টিরও বেশি দেশ থেকে উচ্চতর শিক্ষা, গবেষণা ও শিক্ষকতার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের আবেদন করা সহজ হবে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়, এই কর্মসূচির আওতায় দুই ধরণের ভিসা দেওয়া হবে:

  • স্বল্পমেয়াদি শিক্ষা ভিসা: এক বছরের জন্য বৈধ
  • দীর্ঘমেয়াদি শিক্ষা ভিসা: এক বছরের বেশি সময়ের জন্য বৈধ

এই ভিসাধারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো, তাদের উকিল বা স্পন্সরের প্রয়োজন হবে না। এছাড়াও, ৯ ভাষায় ডাটা নিবন্ধনের সুযোগ থাকবে।

১৬০ দেশ থেকে উচ্চতর স্তরে ছেলে-মেয়ে শিক্ষার্থী শিক্ষক, গবেষক ও একাডেমিকদের জন্য থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি সহজ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব ভিসাধারীদের জন্য থাকছে না উকিল বা স্পন্সরের আবশ্যিকতা। সৌদি শিক্ষাপ্রতিষ্ঠানের মান আন্তর্জাতিক পর্যায়ের করতে এবং মধ্যপন্থা প্রসারের পাশাপাশি আরবি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।

এতে আরও বলা হয়, কেবল বিদেশি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়ানো নয় বরং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেয়া সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে সৌদি আরবের মর্যাদাকে বাড়িয়ে তুলবে।