নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

আকস্মিক বন্যা, তিস্তা মহাপরিকল্পনা চায় বেরোবি শিক্ষার্থীরা

Rising Cumilla.Com - Sudden floods, Teesta master plan, Berobi students want
ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ভারতের সাথে বাংলাদেশের সকল নদীর ন্যায্য হিসাবের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা ত্রান চাই না। আমরা স্থায়ী সমাধান চাই। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। কোনো রকম বৈষম্য আমরা মানতে রাজি নয়। উত্তরের মানুষ পানির জন্য মানুষ কাঁদবে এটা আমরা চাই না।

তিস্তা পাড়ের কান্না অনেক আগ থেকেই। কিন্তুু আমাদের কান্না শোনার মানুষ নেই।

শিক্ষার্থীরা আরও বলেন, সারাবছরের উপার্জন করা অর্থ-সম্পদ, গরু-ছাগল তিস্তার বন্যার কারণে ভেসে যায়। তিস্তা পাড়ের মানুষ এখন শুধু ত্রাণ চায় না তারা স্থায়ী সমাধান চায়। আমরা আন্তর্জাতিক নদীর ন্যায্য পানির হিসাব চাই।