মে ১২, ২০২৫

সোমবার ১২ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন রফিকুল ইসলাম মাদানী

'Child speaker' Madani slaughters cow and feeds biryani to locals after Awami League is banned
ছবি: সংগৃহীত

অর্ন্তবর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার নিজের ঘোষণা অনুযায়ী গরু কোরবানি করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

নিজ এলাকা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে রবিবার (১১ মে) বিকাল ৩টার দিকে স্থানীয় মারকাজুল সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে গরু জবাই করে বিরিয়ানি রান্নার ব্যবস্থা করেন তিনি।

এ সময় রফিকুল ইসলাম মাদানী অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের বিচার দাবি করেন।

আরও পড়ুন