জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নতুন সিনেমা 'কাবুলিওয়ালা' আগামী ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমায় তিনিই মূল ভূমিকায় অভিনয় করেছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আনেন নির্মাতারা। ওই পোস্টারে দেখা যাচ্ছে, কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি।
সিনেমাটি নির্মাণ করেছেন সুমন ঘোষ। ইতোমধ্যে তার নির্মিত এই সিনেমার প্রেক্ষাপট এবং নির্মাণ নিয়েও চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
সিনেমায় মিনির চরিত্রে অভিনয় করেছে ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি।
মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।
জানা গেছে, ‘কাবুলিওয়ালা’ সিনেমায় রহমতের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। ফলে শুরু থেকেই সিনেমাটিকে ঘিরে ব্যাপক কৌতূহল রয়েছে অনুরাগীদের।
বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গল্পটি আজও ছোটদের কাছে আকর্ষণ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC