আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে গণ অধিকার পরিষদের কুমিল্লার ৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার উদ্যোগে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্খা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশে তাদের নাম ঘোষণা করেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
কুমিল্লা সদর আসনসহ কয়েকটি আসনে প্রার্থী হলেন যারা:
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নূর বলেন, গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৩০০ আসনেই নির্বাচনে অংশগ্রহণ করবে।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, "গতকাল ঢাকায় ৩৬ জুলাই স্মরণে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা এবং আজকের কুমিল্লার এই সমাবেশে আমাদের প্রার্থীদের পরিচয় করানোর মধ্য দিয়ে সারা দেশে আমাদের নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হলো।"
কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুন প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC