
আবারও নতুন চমক এয়ার ইন্ডিয়ার। এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লেই কেবিন ক্রিউদের নতুন লুক চোখে পড়বে এবার। ৬ দশকের পুরনো পোশাক বাতিল। এয়ার ইন্ডিয়া আজ পাইলট ও ক্রু সদস্যদের জন্য নতুন ইউনিফর্মের উদ্বোধন করেছে। নতুন ইউনিফর্মে প্রতিটি পরতে রয়েছে আধুনিকতা আর ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। ভারত বিখ্যাত ফ্যাশান ডিসাইনার মনীশ মালহোত্রা এই পোশাকের ডিজাইন করেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এশিয়ানেট নিউজ এ খবর জানিয়েছে।
১৯৩২ সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া। প্রথমে বেসরকারি সংস্থা ছিল। তারপর তা সরকার সংস্থায় পরিণত হয়। বর্তমানে এয়ার ইন্ডিয়া আবারও বেসরকারি সংস্থায় রূপান্তরিত হয়েছে। দীর্ঘ এই যাত্রাপথে একাধিক চাপান উতোরের সাক্ষী হয়েছে এয়ার ইন্ডিয়া। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত একবারও এয়ার ইন্ডিয়া তার পাইলট আর ক্রু সদস্যদের পোশাক বা ইউনিফর্মের কোনও পরিবর্তন করেনি।
প্রায় ৬০ বছর পর এয়ার ইন্ডিয়া পইলট ও ক্রু সদস্যদের পোশাকের পরিবর্তন করেছে। নতুন এই পোশাকে রয়েছে ডিজাইনার মনীশ মালহোত্রার উদ্ভাবনী শক্তির সংমিশ্রন। যা একদিক দিয়ে এয়ার ইন্ডিয়ার ঐতিহ্য ও অন্যদিক দিয়ে দেশের প্রথাকেও তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে আধুনিকতার ছোঁয়া।
এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি ২ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে নতুন পোশাক দেখান হয়েছে।
Introducing our new Pilot & Cabin crew uniforms, an ode to Air India’s rich history and a promise of a bright future.
These uniforms, envisioned by India’s leading couturier @ManishMalhotra, features three quintessential Indian colours – red, aubergine and gold, representing the… pic.twitter.com/Pt1YBdJlMN
— Air India (@airindia) December 12, 2023
এছাড়াও ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা কর্মীদের জন্য ইউনিফর্ম ডিজাইন করেছেন। সেগুলো এখনো উন্মোচন করা হয়নি। আর সেগুলি ঘিরে দেশের তাবড় ফ্যাশন ডিজাইনার কতটা নজর কাড়েন, সেদিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন বলেছেন, ‘এয়ার ইন্ডিয়ার ক্রু ইউনিফর্মগুলি বিমান চলাচলের ইতিহাসে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মনীশ মালহোত্রার উদ্ভাবনী সংমিশ্রণ এয়ার ইন্ডিয়ার ভবিষ্যতের জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায় রচনা করবে৷ আখ্যান।
এটি আমাদের নতুন পরিচয়, পরিষেবা নীতি এবং বিশ্বব্যাপী বিমান চালনায় নতুন মানদণ্ড স্থাপনের জন্য আমাদের সাধনার সারমর্মকে পুরোপুরি তুলে ধরবে।’