কলকাতার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারে মনোনিবেশ করলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেতা।
ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন, ২০২৪ সালেই বিয়েটা করে ফেলবেন রুদ্রনীল।
রুদ্রনীল বলেন, "পরমটাও বিয়ে করে নিলো। আমি, পরম, রাজ, কাঞ্চন একটা টিম ছিলাম। রাজ ও কাঞ্চন তো আগেই বিয়ে করেছে। আমি আর পরম একটা জুটি ছিলাম। পরমও বিয়েটা করে নিলো, এখন আমি দলছুট। ২০২৪ সালেই বিয়েটা করব। এই কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম।"
অভিনেতা জানান, পাত্রী এখনও ঠিক হয়নি। তবে পাত্রীর খোঁজ চলছে। নিজের মনের মতো কাউকে পেলেই বিয়ে করে ফেলব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC