বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না ৫০ বছর বয়সে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ফিকশন রাইটিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) লন্ডনে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে তিনি ডিগ্রির সার্টিফিকেট হাতে নেন।
টুইঙ্কেল ২০১৮ সালে ৪৮ বছর বয়সে ইউনিভার্সিটি অব লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ফিকশন রাইটিং প্রোগ্রামে ভর্তি হন। সমাবর্তনের দিন স্বামী অক্ষয় কুমারের হাত ধরে তিনি অনুষ্ঠানে উপস্থিত হন।
অক্ষয় সামাজিক যোগাযোগমাধ্যমে টুইঙ্কেলের প্রাপ্তিতে গর্বিত হওয়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, "দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে আবারও পড়াশোনা শুরু করতে চাও, তখন ভীষণ অবাক হয়েছিলাম আমি। বুঝতে পারিনি ঠিক কী বলছো! কিন্তু আমি দেখলাম তুমি অনেক পরিশ্রম করছো। সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখার পাশাপাশি পুরোপুরি ছাত্রজীবনে ফিরেছো। আমি জানি, আমি একজন সুপার উইমেন বা অতি প্রাকৃতিক ক্ষমতাধর নারীকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশনের দিন। আমিও যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বের করতে পারতাম, যে শব্দগুলো বুঝিয়ে দিতো তোমাকে নিয়ে আমি কতোটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।"
টুইঙ্কেলও স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "আমি ভাগ্যবতী। কারণ আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে, আমাকে উৎসাহিত করে, পড়ে গেলেও আমাকে তুলে আনে। আর আমি অনেকবার পড়ে যেতে চাই, তাই না? আগামীকাল (১৭ জানুয়ারি) ২৩ বছর পূর্ণ হবে।"
প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয়-টুইঙ্কেল। আজ বিয়ের ২৩ বছর পূর্ণ হলো এই তারকা দম্পতির। তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC