যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর দেশের ৪৮টি জেলার শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের জন্য কোনো ফি লাগবে না, উল্টো অংশগ্রহণকারীরা দৈনিক ভাতা পাবেন।
এই প্রশিক্ষণটি পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭।
গত ৭ সেপ্টেম্বের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আ. হামিদ খান সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রশিক্ষণটি হবে ৩ মাস মেয়াদি (৬০০ ঘণ্টা)। আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কোর্স চলবে। কোর্সের ক্লাসগুলো সম্পূর্ণ অফলাইনে বা সরাসরি ক্লাসে উপস্থিত হয়ে করতে হবে। সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস হবে এবং মোট ৭৫টি ক্লাসে এই ৬০০ ঘণ্টা সম্পন্ন হবে।
নিচের ৪৮টি জেলার বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রাত ১১:৫৯ মিনিট। এই সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে না। বরং প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এর পাশাপাশি, সকালের নাশতা, দুপুরের খাবার এবং বিকেলের নাশতারও ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC