বলিউড অভিনেতা রণদীপ হুডা।তার বয়স ৪৭।এবার বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা। পাত্রী লিন লাইশরাম। তিনিও গ্ল্যামার দুনিয়ার অংশ। মডেলিং ও অভিনয় করেন তিনি।
দীর্ঘদিন ধরে সুস্মিতা সেনের সঙ্গে রণদীপের সম্পর্ক ছিলো। তবে সেই সম্পর্ক এখন অতীত। ৪৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন রণদীপ, তার সঙ্গে লিনের বয়সের ফারাক ১০ বছর।
সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেই বিয়ের খবর জানিয়েছেন অভিনেতা।
শোনা যাচ্ছে মণিপুরেই নাকি বিয়ে করবেন রণদীপ। ঐতিহ্যবাহী মণিপুরী রীতির মাধ্যমে গাঁটছড়া বাঁধবেন বলিউডের এই নায়িকা।মণিপুরের ইম্ফলে আগামী ২৯ নভেম্বর বিয়ে করবেন তারা।
এরপরে অবশ্য মুম্বাইতে রিসেপশনের আয়োজন করেছেন রণদীপ। মুম্বাইয়ের বাইরে বিয়ে করলেও, মায়ানগরীর বন্ধুদের বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করতে চান না রণদীপ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC