প্যারিস অলিম্পিকে পুরুষ বিভাগে জ্যাভলিন থ্রোতে (বর্শা নিক্ষেপ) স্বর্ণ পদক জিতে রেকর্ড গড়লেন পাকিস্তানের আরশাদ নামিদ। ৪০ বছর পর অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বাদ পেল পাকিস্তান।
সর্বশেষ ১৯৮৪ সালের অলিম্পিকে পাকিস্তানের পুরুষ হকি দল স্বর্ণ পদক জিতেছিলো। এছাড়াও ৩২ বছর পর পাকিস্তানের হয়ে কোন অ্যাথলেট অলিম্পিকে পদকও জিতলো। ১৯৯২ সালে বার্সেলোনায় সর্বশেষ পদক জিতেছিলো পাকিস্তান।
জ্যাভিলিন থ্রো ইভেন্টে ফাইনাল থ্রোতে ভারতের নীরাজ চোপড়াকে পেছনে ফেলে স্বর্ণ জিতে নেন নাদিম। রেকর্ড ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জয় তিনি।
স্বর্ণ জয়ের সাথে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন নাদিম। ২০০৮ সালে বেইজিং আসরে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটার দূরত্বের রেকর্ড ভাঙেন নাদিম।
ফাইনাল থ্রোতে ৮৯.৪৫ মিটার দূরত্বে ছুড়ে রৌপ্য পদক জিতেছেন ২০২১ সালে টোকিওতে অনুষ্ঠিত সর্বশেষ অলিম্পিকে স্বর্ণ জয় করা ভারতের নীরাজ। ৮৮.৫৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ পদক জিতেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার।
এছাড়াও পাকিস্তানের প্রথম একক অ্যাথলেট হিসেবে অলিম্পিকের মঞ্চে স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছেন নাদিম। এর আগে অলিম্পিকের মঞ্চে পাকিস্তানের তিনটি স্বর্ণ জিতেছে হকি দল।
পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে পাকিস্তানের হয়ে তৃতীয় অ্যাথলেট হিসেবে পদক জিতলেন টোকিওতে পঞ্চম হওয়া নাদিম। এর আগে বক্সিং ও রেসলিংয়ে ব্রোঞ্জ জিতেছিলো পাকিস্তানের অ্যাথলেটরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC