
পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস, শবে কদর, জুমাআতুল বিদা, দোলযাত্রা সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে আজ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২ মার্চ, ২০২৪) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই ছুটি প্রযোজ্য।
শিক্ষা পঞ্জিকা অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া রমজানের ছুটি চলবে ৮ এপ্রিল পর্যন্ত। আজ থেকে রমজান মাস শুরু হওয়ায় গতকাল ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিল শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। তাই ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শেষ ক্লাস।
সেই হিসেবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ৪০ দিন বন্ধ থাকবে। এছাড়া, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এস.এস.সি পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেগুলোর ছুটি আরও দীর্ঘ হবে।
রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বলেন, “রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্য প্রযোজ্য।”
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর মোট ৭৮ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এর মধ্যে, রমজান মাস, ঈদুল ফিতর, জুমাআতুল বিদা, শবে কদর, স্বাধীনতা দিবস সহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ২৮ দিন বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির পরে ৬ এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে।
মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি:
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর মোট ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। রমজান মাস, ঈদুল ফিতর, জুমাআতুল বিদা, স্বাধীনতা দিবস সহ বিভিন্ন ছুটি মিলিয়ে টানা ২৮ দিন বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির পরে ৮ এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে।
কলেজের ছুটি:
চলতি বছর কলেজগুলোতে মোট ৭১ দিন ছুটি থাকবে। এর মধ্যে, রমজান, স্বাধীনতা দিবস, জুমাআতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৫ দিন কলেজ বন্ধ থাকবে।
মাদ্রাসার ছুটি:
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, মাদ্রাসায় এ বছর মোট ৭৩ দিন ছুটি থাকবে। রমজান, স্বাধীনতা দিবস, জুমাআতুল বিদা, লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ৩০ দিন ছুটি থাকবে।
এদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।