তিন দিনব্যাপী অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এবারের আসরে কুমিল্লা জেলা দল ও কুমিল্লা সিটি কর্পোরেশন দল মিলে মোট ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এর মধ্যে কুমিল্লা জেলা দল পেয়েছে ৪টি এবং কুমিল্লা সিটি কর্পোরেশন দল পেয়েছে ৩টি ব্রোঞ্জ পদক।
এই কৃতিত্বপূর্ণ অর্জনে আনন্দিত কুমিল্লার ক্রীড়াঙ্গন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এবারের প্রতিযোগিতায় কুমিল্লা জেলার হয়ে অংশ নেন মুন্নি আক্তার, মুমতাহিনা নুসরাত নিশু এবং মিশকাতুল জান্নাত জেসি।
তারা প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ দেশের বিভিন্ন কারাতে ক্লাবের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করেন। তাদের মধ্যে মুন্নি আক্তার কুমিতে ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেন।
খেলোয়াড়দের এই সাফল্য ভবিষ্যতে কুমিল্লার কারাতে খেলাকে আরও এগিয়ে নিতে প্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকেরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC