মে ৯, ২০২৫

শুক্রবার ৯ মে, ২০২৫

২৮ অক্টোবর থেকে ২৫৩ স্থানে আগুন: ফায়ার সার্ভিস

Bangladesh Fire Service & Civil Defence
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। —ফাইল চিত্র।

গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেশে ২৫৩টি স্থানে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের ঢাকা সিটিতে একটি যানবাহনে আগুন লাগানোর সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। গুলিস্তানের জিরো পয়েন্টে এ আগুনের ঘটনায় ‘তানজিল পরিবহন’-এর একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ও ১০ জন জনবল কাজ করে।

তিনি আরও জানান, ২৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৫৩টি অগ্নিসংযোগ (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) করেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এসব আগুন নির্বাপণ করেছে।

আরও পড়ুন