ভারতে মাত্র ২৩ বছর বয়সে ২৫টি বিয়ের মাধ্যমে অসংখ্য পুরুষকে প্রতারিত করে নগদ অর্থ, সোনাদানা এবং মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন 'লুটেরি দুলহান' নামে পরিচিত অনুরাধা পাসওয়ান। মধ্যপ্রদেশের ভোপাল থেকে তাকে আটক করেছে রাজস্থান পুলিশ।
ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার বাসিন্দা অনুরাধা, যিনি সম্প্রতি ভোপালে বসবাস করছিলেন, একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে এই প্রতারণা চালাতেন। বিয়ের ৫ থেকে ৭ দিনের মধ্যেই তিনি নববধূর বেশে শ্বশুরবাড়ি থেকে মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিতেন। তবে কিছু ক্ষেত্রে, যেমন সাওয়াই মাধোপুরের বিষ্ণু শর্মার পরিবারে, তিনি পালাতে ১৩ দিন সময় নিয়েছিলেন। শর্মার পরিবার রাত জেগে পাহারা দিত বলে অনুরাধা দ্রুত পালাতে পারেননি।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত হয় রাজস্থানের সাওয়াই মাধোপুরের গাড়ি চালক বিষ্ণু শর্মার অভিযোগ থেকে। স্থানীয় এক দালালের মাধ্যমে অনুরাধার সঙ্গে তার পরিচয় হয় এবং গত ৯ এপ্রিল তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর, অনুরাধা গয়না, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।
[caption id="attachment_36611" align="alignnone" width="1200"] ছবি: সংগৃহীত[/caption]
শর্মা জানান, ২ মে রাতে অনুরাধা খাবারে সন্দেহজনক কিছু মেশানোর চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে। পরদিন সকালে পরিবারের সদস্যরা তার অনুপস্থিতি লক্ষ্য করেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
ম্যানটাউন থানার সহকারী উপ-পরিদর্শক মিঠা লাল যাদব জানান, প্রাথমিক তদন্তে অনুরাধার দেওয়া ঠিকানা ভুয়া প্রমাণিত হয়। এরপর পুলিশ সদস্যরা অভিনব এক কৌশলের আশ্রয় নেন। দলের একজন সদস্যকে 'পাত্র' সাজিয়ে স্থানীয় দালালদের মাধ্যমে অনুরাধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। এই ছদ্মবেশ কাজে দেয়। দালালদের কাছে অনুরাধার ছবি দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ জানতে পারে, অনুরাধা সম্প্রতি কালাপিপালের গাব্বার নামে এক ব্যক্তির সঙ্গে নতুন একটি প্রতারণার পরিকল্পনা করছিলেন। সেই অনুযায়ী ফাঁদ পেতে ভোপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অনুরাধা পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি প্রায় ২৫ বার বিয়ে করে এই ধরনের প্রতারণা চালিয়েছেন।
বর্তমানে এই ঘটনায় আরও তদন্ত চলছে। অনুরাধার সহযোগী এবং এই প্রতারণা চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC