দীর্ঘ ২২ বছর পর ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে দেখা হলো নন্দিত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের। চলতি মাসের প্রথম দিন দেখা হয় তাদের। এরপর গেল ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার বিশেষ প্রিমিয়ারে আরও একবার দেখা হয় দুজনের।
শাকিবের সঙ্গে তোলা একটি ছবি প্রিন্স মাহমুদ নিজের ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘২২ বছর পর দেখা....’
জানা গেছে, অনেকদিন পর তাদের দেখা হয়েছে। তারা দুইজন ‘ইশ্বর’ গান নিয়ে আলাপ করেছেন।এই সিনেমায় শাকিবের অভিনয় যেমন প্রশংসা পেয়েছে। তেমনই অভিনেতার গলায় প্রিন্স মাহমুদের ‘ইশ্বর’ গানটি ব্যাপক প্রশংসিত হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC