
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৪:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:৩৭ পিএম
২০২৬ সালের হজের প্যাকেজ ঘোষণা: দেখে নিন খরচ ও সুবিধা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের পবিত্র হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই প্যাকেজগুলো ঘোষণা করেন। এবার বাংলাদেশ থেকে হজ পালনের খরচ সামান্য কমেছে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সম্ভাব্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।
সরকারি হজ প্যাকেজসমূহ
ধর্ম মন্ত্রণালয় তিনটি ভিন্ন আবাসন ও সুবিধা-ভিত্তিক হজ প্যাকেজ চালু করেছে:
১. হজ প্যাকেজ-১ (বিশেষ)
- খরচ: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।
- আবাসন: মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায়।
- রুম সুবিধা: অ্যাটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ পাঁচজনের আবাসন।
- মিনা-আরাফা: মিনায় জোন-২ এ তাঁবু, মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিস এবং মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ।
২. হজ প্যাকেজ-২
- খরচ: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
- আবাসন: মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে ১.২ কিলোমিটার থেকে ১.৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায়।
- রুম সুবিধা: অ্যাটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ছয়জনের আবাসন।
- মিনা-আরাফা: মিনায় জোন-২ এ তাঁবু, মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিস এবং মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ।
৩. হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী) - নতুন সংযোজন
- খরচ: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
- আবাসন: মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে।
- সংবাদ সম্মেলনে জানানো হয়, এটি সরকারি হজযাত্রীদের জন্য নতুন সংযোজন। সৌদি সরকার পূর্বে ব্যবহৃত আবাসন এলাকার হোটেল ও বাড়ি ভেঙে ফেলায় আগামীতে বাংলাদেশসহ অন্যান্য দেশের হাজীদের আজিজিয়া এলাকাতেই রাখতে হবে। ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার মতো সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী দেশগুলো বহু বছর ধরে আজিজিয়াতেই থাকছে।
- রুম সুবিধা: একরুমে সর্বোচ্চ ছয়জনের আবাসন।
- পরিবহন: হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের ব্যবস্থা।
- মিনা-আরাফা: মিনায় জোন-৫ এ তাঁবু, মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিস এবং মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ।
গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য:
- প্যাকেজ আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ: প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এ নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে।
- সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫-৪৭ দিন, তবে শর্ট প্যাকেজে তা হবে ২২-৩০ দিন।
- বেসরকারি হজ প্যাকেজ: হজ এজেন্সিসমূহের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এজেন্সিগুলো সরকার অনুমোদিত এই প্যাকেজের পাশাপাশি অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।
- কোরবানির খরচ: ২০২৬ সালের হজে কোরবানির টাকা আবশ্যিকভাবে নুসুক মাসার প্লাটফর্মে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ কারণে কোরবানি বাবদ ৭২০ সৌদি রিয়ালের সমপরিমাণ ২৩ হাজার ৬৫২ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
- খাবারের খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়: প্যাকেজে খাবারের জন্য কোনো টাকা ধরা হয়নি। সরকার নির্দেশ দিয়েছে যে প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল হিসেবে প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে হবে এবং নিজ দায়িত্বে খাবার ক্রয় করতে হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC