মে ১৫, ২০২৫

বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫

২০২৪ সালের অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল, পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার

২০২৪ সালের পুরনো অগ্নিকাণ্ডের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে
২০২৪ সালের পুরনো অগ্নিকাণ্ডের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে/ছবি: রিউমর স্ক্যানার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “পরম প্রশান্তিতে চোখ ভিজে আসে, আর মহান রবের উপর ঈমান আরো বেড়ে যায়। আল্লাহ তায়ালা বলেন, যে স্থানে ৪০ বছর ধরে আমার কোন ইবাদত হয় না আমি ওই স্থানে গজব নাজিল করি। আজ যেমন ইজরাইল পুরতাছে আগুনে” — এমন শিরোনামে একটি ছবি প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে যে, ইসরায়েলে বর্তমানে ভয়াবহ অগ্নিকাণ্ড চলছে এবং এটিকে আসমানি গজব হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং ২০২৪ সালে সংঘটিত একটি পুরোনো অগ্নিকাণ্ডের দৃশ্য।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা গেছে, ছবিটি প্রথম প্রকাশিত হয় ২০২৪ সালের জুলাই মাসে। ইসরায়েলি সংবাদমাধ্যম The Times of Israel-এ ১১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে (“Israel is losing the north”) এই ছবিটি ব্যবহৃত হয়েছিল।

প্রতিবেদনে বিস্তারিতভাবে বলা হয়, ২০২৪ সালের ৩ জুন লেবাননের সীমানার কাছাকাছি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনার পার্শ্ববর্তী এলাকায় হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার ফলে একটি অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনার ছবি এটি।

ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে এই হামলা ও তার ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

উল্লেখিত ছবি ও বার্তা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর প্রেক্ষাপটে ব্যবহার করা হচ্ছে। ২০২৪ সালের জুনে সংঘটিত একটি পুরোনো অগ্নিকাণ্ডের ছবি নতুন করে সাম্প্রতিক দাবি হিসেবে প্রচার করায় সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন