২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে ১২০ বছর বয়সী এক বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবিসহ এমন একটি তথ্য ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে এই বৃদ্ধ গ্রেপ্তার হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০০৩ সালে পারিবারিক বিরোধ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের মামলায় তিনি গ্রেপ্তার হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর প্রথম ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবিটি পাওয়া যায়। আজকে (৩০) জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বৃদ্ধ ব্যক্তির নাম ইদ্রিস শেখ (১২০)। ২০০৩ সালের একটি হত্যা মামলায় তিনি জেলে অবস্থান করছেন।
মামলার নথিপত্রের সূত্রে গণমাধ্যম প্রতিষ্ঠানটি জানায়, ইদ্রিস শেখের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরের শেখেরটেকে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শামসুল হক হাওলাদার ও সিরাজুল হক মোল্লার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
গুলিতে সৈয়দ আলী ও সুলেমান মোল্লা নিহত হন, আহত হন অন্তত ৩০ জন। নিহতদের পরিবার হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয় এবং ২০০৫ সালের ১০ নভেম্বর মাদারীপুরের আদালত অভিযোগ গঠন হয়।
২০১০ সালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। বিচার শেষে ২০১৫ সালে চারজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং ইদ্রিস শেখসহ নয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। ইদ্রিস শেখ গুরুতর জখম করার অভিযোগে দণ্ডিত হন।
ইদ্রিস শেখের আইনজীবী রফিকুল ইসলাম গণমাধ্যম প্রতিষ্ঠানটিকে বলেন, ‘আমার মক্কেল একজন অতিশয় বৃদ্ধ মানুষ। রাজৈর থানার এই খুনের মামলায় বিচারিক আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের রায় চ্যালেঞ্জ করতে চান ইদ্রিস শেখ। কিন্তু সে জন্য ইদ্রিস শেখসহ সাতজন আসামি আজ আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কারাগারে থেকেই জেল আপিল করবেন বৃদ্ধ ইদ্রিস শেখ।’
অর্থাৎ, ২০০৩ সালে পারিবারিক বিরোধ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করার কারণে গ্রেপ্তার করেছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে; যা বিভ্রান্তিকর।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC