বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সব বয়সের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলেও নিরাপত্তার স্বার্থে নানা বিধিনিষেধ আরোপ করে আসছে। বিশেষ করে নাবালকদের সুরক্ষায় ফেসবুক ইতোমধ্যে বিভিন্ন নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে তারা অনুপযুক্ত কনটেন্টের সংস্পর্শে না আসে।
সাম্প্রতিক এক সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নাবালকরা বাবা-মায়ের অনুমতি ছাড়া ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবে না। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবার ভারতেও সরকারিভাবে একই নিয়ম কার্যকর করা হয়েছে।
মেটা নতুন নীতিমালা অনুসারে, ১৮ বছরের নিচে কেউ অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবে না। এতে করে নাবালকদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে। অনেকেই বয়স বাড়িয়ে অ্যাকাউন্ট খুলতো, তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে অ্যাকাউন্ট তৈরির সময় বয়স প্রমাণের জন্য বৈধ নথি জমা দিতে হবে।
যদি ব্যবহারকারীর বয়স ১৬ বছরের কম হয়, তবে তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অভিভাবকদের হাতে চলে যাবে। অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্টে কার সঙ্গে যোগাযোগ হচ্ছে তা পর্যবেক্ষণ করতে পারবেন, যদিও বার্তার বিষয়বস্তু দেখতে পারবেন না। এছাড়া সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করবে, সেটিও নির্ধারণ করতে পারবেন তারা।
এই নতুন নিয়মের মাধ্যমে নাবালকদের সুরক্ষা আরও জোরদার হবে এবং তাদের জন্য একটি নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
সূত্রঃ ইন্ডিয়া টাইমস
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC