ঝেজিয়াংয়ের একটি অ্যাপার্টমেন্টের ১৮ তলা থেকে পড়েও প্রাণে বাঁচল তিন বছরের এক শিশু। ঘটনাটি গত ১৫ জুলাই ঘটেছে।
এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট ।
প্রতিবেদনে বলা হয়, শিশুটি বাড়িটিতে তার দাদা-দাদির সাথে ছিল। তারা তাকে ঘুমন্ত অবস্থায় রেখে দরজায় তালা দিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। কিন্তু শিশুটি ঘুম থেকে উঠে একা একাই বাথরুমে চলে যায়। বাথরুমের জানালায় কোনো নিরাপত্তা গ্রিল ছিল না। সে টয়লেটের উপর উঠে যায় এবং সেখান থেকে ১৮ তলা থেকে নিচে পড়ে যায়।
এই বিস্ময়কর ঘটনায় শিশুটির জীবন বাঁচিয়েছে একটি গাছ। ১৭ তলায় একটি খোলা জানালায় ধাক্কা খাওয়ায় তার পড়ার গতি কিছুটা কমে যায় এবং সে পাশের একটি গাছের উপর পড়ে। এই গাছটি তার পড়ার আঘাত অনেকটাই কমিয়ে দেয়, যার ফলে সে গুরুতর আঘাত থেকে রক্ষা পায়। এরপর সে মাটিতে পড়ে যায়।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটির বেঁচে থাকাকে অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেন। শিশুটির বাম হাত ভেঙে গেছে এবং মেরুদণ্ডে আঘাত পেয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তার মাথায় কোনো আঘাত লাগেনি এবং সে পুরো সময় সচেতন ছিল। চিকিৎসকদের কাছে সে তার বাবার কাছে একটি বাম্বলবি (মৌমাছি আকারের খেলনা) চেয়েছিল।
এই ঘটনার পর শিশুটির বাবা ঝু, কৃতজ্ঞতা প্রকাশ করতে গাছটিতে বড় লাল ফুল ঝুলিয়ে দেন। চীনে লাল ফুল সম্মান ও উদযাপনের প্রতীক।
এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিশুটির বাবা-মায়ের অসতর্কতার সমালোচনা করেছেন। আবার অনেকে এই অলৌকিক ঘটনায় অবাক হয়েছেন এবং শিশুটির দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC