নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ব্যর্থ হওয়ায় দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই তালিকায় রাজধানী ঢাকার ৯টি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি চেয়ারম্যানকে এই বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরাসরি নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয়ের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইউজিসি এখন পরবর্তী পদক্ষেপ গ্রহণের উপায় পর্যালোচনা করছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হওয়ার জন্য প্রথমে সাত বছর এবং পরবর্তীতে আরও পাঁচ বছর সময় পেয়ে থাকে। এই সময়সীমার মধ্যে যারা স্থায়ী ক্যাম্পাসে যেতে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা সহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ইউজিসি-র রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত একটি চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের সাময়িক অনুমতির মেয়াদ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করেনি। চিঠিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১২(১) উল্লেখ করে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দেওয়া হয়েছে।
যে ১৬টি বিশ্ববিদ্যালয় এই কঠোর ব্যবস্থার মুখে পড়তে পারে, সেগুলোর মধ্যে ঢাকার মোহাম্মদপুরের দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সাতমসজিদ রোডের ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজারবাগের দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি, গুলশানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বনানীর প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, শ্যামলীর আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, পান্থপথের সোনারগাঁও ইউনিভার্সিটি এবং মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস উল্লেখযোগ্য।
এছাড়াও, ঢাকার বাইরের যে বিশ্ববিদ্যালয়গুলো এই তালিকায় রয়েছে সেগুলো হলো – সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ফেনীর ফেনী ইউনিভার্সিটি, কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটি এবং চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC